নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০২, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন
করোনা ভাইরাসে গৃহবন্দী বিপদগ্রস্ত মানুষের সাহায্যার্থে মোহনা সমাজ কল্যাণ সংস্থা পাঠানটুলার উদ্যোগে পাঠানটুলা এলাকায় গরীব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত তিন দিনে প্রায় ৭০০ পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আজ বুধবার ( ১ এপ্রিল) শেষ দিনের মত নগরের পাঠানটুলা এলাকার গরীব ও দুস্থদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৪ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল।
এ উদ্যোগের বিষয়ে পাঠানটুলা মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক আহমদ দারা জানান, বর্তমান এই সময়ে গরীব ও অসহায় মানুষদের খুব কষ্টে দিন যাচ্ছে। এ অবস্থায় পাঠানটুলা সমাজকল্যান সংস্থা তিন দিনে প্রায় ৭০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়। এজন্য তিনি এলাকার প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
বিএ-২৬