সিসিকের ‘খাদ্য ফান্ড’’, দ্বিতীয় দিন সাড়ে ১৬ হাজার পরিবার পেলেন খাদ্যসামগ্রী

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২০
০৭:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
১১:১৩ অপরাহ্ন



সিসিকের ‘খাদ্য ফান্ড’’, দ্বিতীয় দিন সাড়ে ১৬ হাজার পরিবার পেলেন খাদ্যসামগ্রী

সিলেটের নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীদের জন্য গঠিত খাদ্যফান্ডের খাদ্যসামগ্রী দ্বিতীয় দিনের মত বিতরণ করা হয়েছে। আজ বুধবার রাতে নগরের ছয়টি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষদের হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার রাত নয়টায় নগরের ৫, ৮, ১২, ১৫, ১৭ এবং ২৩ নং ওয়ার্ডের গরীব ও নিম্ন আয়ের মানুষদের এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।, এসময় এ ছয়টি ওয়ার্ডের প্রায় ১৬৬০০ পরিবারের হাতে খাদ্যফান্ডের এসব খাদ্যসর্মাগ্রী তুলে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর রেজওয়ান আহমেদ, মো. ইলিয়াছুর রহমান, মো. সিকন্দর আলী, ছয়ফুল আমিন বাকের, রাশেদ আহমেদ, মোস্তাক আহমদ, আব্দুর রকিব তুহিন, সওকত আমিন তৌহিদ।

এ উদ্যোগের বিষয়ে আরিফুল হক চৌধুরী জানান, আজ দ্বিতীয় দিনের মত নগরের ছয়টি ওয়ার্ডের প্রায় ১৬৬০০ পরিবারের হাতে সিসিকের খাদ্যফান্ডের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সিলেটের প্রায় ৬৭ হাজার পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। সরকারি তহবিল, সিলেটের ব্যবসায়ী, প্রবাসী, বিত্তবান ও সিসিকের নিজস্ব ফান্ডের তহবিলের অর্থ থেকে দেওয়া এসব খাদ্যসামগ্রী জমা হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে খাদ্যসমাগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়। এদিন নগরের চারটি ওয়ার্ডের প্রায় ৩৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ২৯ মার্চ মেয়র আরিফ সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের জন্য খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত নেন। এই ফান্ডে নিজের এক মাসের সম্মানী ভাতা প্রদানসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন কাউন্সিলরও তাদের সম্মানীর একটি অংশ প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সবাই নিজেদের একদিনের বেতন এ ফান্ডে দিবেন।