নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০২, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার কান্দিগাঁও ইউনিয়নের মোল্লারগাওয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০-১৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জালালাবাদ থানার ওসি অকিল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লালার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার আজম আলীর বাড়িতে হামলা চালায় আব্দুল লতিফ লালার লোকজন।
হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচেছন বলে জানান কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী।
বিএ-১৮