ওসমানীনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ০২, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন



ওসমানীনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটের ওসমানীনগরে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আাটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার সাদীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটি বিল গ্রামের রিপন মিয়া (৩০) ও একই উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম (২২)।

জানা গেছে, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম'র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) ইনচার্জ আশিস কুমার মৈত্র ও এসআই কল্লোলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।