শামসুদ্দিন হাসপাতালে ২ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২০
০৯:০০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন



শামসুদ্দিন হাসপাতালে ২ জনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চারজন কোয়রেন্টিনে আছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন চারজন। আশঙ্কাজনক দুজনের মধ্যে একজনের বয়স চল্লিশের অধিক। অন্যজন বিশোর্ধ্ব। বাকি দুজনের অবস্থা মোটামুটি রয়েছে। তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’ গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় নতুন করে দুজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের রক্তের নমুনা সংগ্রহ করে আজই ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।’

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজন রোগী ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল বুধবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসবে। হাসপাতালের কোয়ারেন্টিনে রাখাদের কারোরই সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই বলেও জানান তিনি। 

এনএইচ-০১/এনপি-০১/বিএ-০৩