সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২০
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০১:৫১ পূর্বাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ড’ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের পরিবার। পরিবারের পক্ষ থেকে কায়সার রহমান শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য গঠিত ফান্ডে এই অর্থ দান করেছেন।
আজ বুধবার (০১ এপ্রিল) দুপুরে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এ অনুদান প্রদান করা হয়।
অর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ (লায়েক), ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আমিন বাকের, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু প্রমুখ।