বৃত্ত এঁকে দিলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২০
১২:২২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন



বৃত্ত এঁকে দিলো সেনাবাহিনী

সিলেট নগরে আজও দেখা গেছে সেনাবাহিনীর কার্যক্রম। সকালে নগরের আম্বরখানা এলাকায় সচেতনতামূলক মাইকিং করে করোনা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও দোকানগুলোতে বৃত্ত এঁকে দিতে দেখা গেছে সেনা সদস্যদের।

পরে নগরের বিভিন্ন এলাকায় গাড়িবহর নিয়েও মাইকিং করতে দেখাও দেখা গেছে। এসময় তারা করোনায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। নিজে মাস্ক ব্যবহার করে অন্যকেও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তারা।

আরসি-০৩/