নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০১, ২০২০
১১:৩৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও তাঁর পরিবার।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আইনজীবী ইকবাল আহমদ চৌধুরী উপজেলার ফুলবাড়ি, ভাদেশ্বরসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দেন। এ সময় তাঁর সঙ্গে বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু প্রমুখ।
এসকে-০২/এএফ-০৫