লিডিং ইউনিভার্সিটিতে দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন



লিডিং ইউনিভার্সিটিতে দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি নিয়ে সভা
.

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও অফিস প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে। এ আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক।

আলোচনায় ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে পরিচালিত পাঠদানের মাননির্ণয় করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার বিষয়ে মতামত দেন। এ কমিটিকে বিভাগীয় প্রধানগণের সঙ্গে সমন্বয় করে গুগল ক্লাসরুমসহ অনলাইনে শিক্ষকদের পাঠদানের বিষয়ে বিভিন্ন পরামর্শও তিনি দিয়েছেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

এএন/বিএ-১১