চা-শ্রমিকদের সবেতনে ছুটি দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩১, ২০২০
১১:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
১১:১৮ অপরাহ্ন



চা-শ্রমিকদের সবেতনে ছুটি দেওয়ার দাবি
.

বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা চা-শ্রমিকদের সবেতনে ছুটি দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনের সংগঠক রীরেন সিং ও অজিত রায় এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞরা বলেছেন-এপ্রিল ও মে মাসে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকারে ছড়াতে পারে। ইতিমধ্যে করোনা আক্রান্ত ও মারা যাওয়া রোগীদের গড় হারে বাংলাদেশ শীর্ষে। এমনকি করোনা সনাক্তকরণে প্রয়োজনীয় কিট, চিকিৎসা সরঞ্জাম নেই দেশে। ফলে এই পরিস্থিতিতে চা-বাগানে যদি একজন করোনা আক্রান্ত হন, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। তাই চা-শ্রমিক ও চা-শিল্প রক্ষার স্বার্থে চা-বাগান বন্ধ রেখে শ্রমিকদের সবেতনে ছুটি দেওয়া দরকার। (বিজ্ঞপ্তি)

এএন/বিএ-০৯