সিলেটে আইসোলেশনে থাকা কিশোরীর শ্বাসকষ্টে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩১, ২০২০
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
১০:১২ অপরাহ্ন



সিলেটে আইসোলেশনে থাকা কিশোরীর শ্বাসকষ্টে মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন থাকা এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা আড়াইটায় তিনি মারা যান বলে জানা গেছে।

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন থাকা এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। সে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সী ঐ কিশোরী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে, আজ মঙ্গলবার (৩১মার্চ) বিকেল সাড়ে ৩ টায় এক সংবাদ সম্মেলনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিশোরী ভর্তি হওয়ার পরপরই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখে অক্সিজেন ও অন্যান্য সার্পোট দেয়া হয়েছে। কিশোরীর ইতিহাস নিয়ে আমরা জানতে পারলাম তার শরীরে করোনাভাইরাসে উপসর্গ নেই। দুই মাস আগে থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

এসময় তিনি আরও বলেন, যেহেতু সে কোন বিদেশীর সংস্পর্শে যায় নি সেজন্য তার করোনা পরীক্ষার দরকার নাই। কারণ আমাদের চিকিৎসকরা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন। আমরা কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হবে। পরিবার স্বাভাবিক প্রক্রিয়ায় মরদেহ দাফন করবেন।

নমুনা রাখার দরকার নেই জানিয়ে তিনি বলেন, আমরা তার নমুনা রাখবো না। কারণ এটি স্বাভাবিক মৃত্যু। সেজন্য আমরা কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেব।


আরসি-০৬