নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন
করোনা মহামারীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে ২য় দিনের মতো চাল, তেল, পিয়াজ, আলু, লবনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) বেলা ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি সনজয় শর্মা, সনজিত শর্মা প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরনকালে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের সময় ঘরবন্ধি নি¤œআয়ের মানুষের জন্য সরকারী উদ্যোগে দ্রুত খাদ্য সামগ্রী পৌছে দেয়া দরকার। কিন্তু এক্ষেত্রে সরকারের এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ভূমিকা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমজীবী মানুষের মধ্য খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।