দিনমজুরদের মধ্যে সিলেট চেম্বারের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩১, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



দিনমজুরদের মধ্যে সিলেট চেম্বারের ত্রাণ বিতরণ
.

দেশে করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া দিনমজুর মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।  

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চেম্বার বিল্ডিং এর সামনে ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন চেম্বার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, পরিচালক মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম শামীম, মিলওয়ার হোসেন মিলাদ, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক প্রমুখ।