নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২০
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে ৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ৮৩ জনই রয়েছেন হোম কোয়ারেন্টিনে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আছেন তিনজন।
নতুন করে সুনামগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ২৯ জন, মৌলভীবাজারে ১৭ জন ও হবিগঞ্জে ৩৭ জন।
সিলেট বিভাগে একদিনের ব্যবধানে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৯ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২৬৮ জন। ছাড়পত্র পাওয়া ব্যাক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ধরা পড়েনি।
নাচৌ-০৪/রাচৌ-০৩