বিশ্বনাথ প্রতিনিধি
মার্চ ২৯, ২০২০
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২০
০৫:৪৯ পূর্বাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জনসাধারণের মাঝে প্রচার চালিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাজার থেকে দ্রুত বাড়িতে চলে যাওয়া, সদ্য প্রবাসফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করাসহ করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন ও সদস্য নূর উদ্দিন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা করেন।