গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ২৮, ২০২০
১১:০৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২০
১১:০৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব।
আজ শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।
এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও নাজমুস সাকিব বলেন, অসহায় ঘরবন্দি মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। হোম কোয়ারন্টিনে থাকা অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অসহায় ও ঘরে বন্দি মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।