দেশের সব বিমানবন্দরে ১০ বিশেষ নির্দেশনা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২৫
০১:২৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২৫
০১:৪৩ অপরাহ্ন



দেশের সব বিমানবন্দরে ১০ বিশেষ নির্দেশনা

দেশের সব বিমানবন্দরে ১০ বিশেষ নির্দেশনা


যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথরো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পদক্ষেপের অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারিসহ ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।

বৃহস্পতিবার বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সই করা নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে-

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।

অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।

হোয়াটসআপ, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত বা সন্দেহজনক লিংক কিংবা অ্যাটাচমেন্ট-এ ক্লিক করা থেকে বিরত থাকা।

সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।

পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা।

অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফ্টওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা।

মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার করা।

দাপ্তরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।

গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।

পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, সম্প্রতি লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিসি / ০১