সিলেট মিরর ডেস্ক
                        সেপ্টেম্বর ২৮, ২০২৫
                        
                        ০১:৫৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২৫
                        
                        ০৪:০৬ পূর্বাহ্ন
                             	
 
                             পূজা নিয়ে পাশের দেশ ও ফ্যাসিস্টরা গুজব ছড়াতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
 
    শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পাশের দেশ ও ফ্যাসিস্টরা গুজব ছড়াতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজায় কোনো ঝুঁকি নেই। পূজায় মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার, ৭০ হাজার পুলিশ, এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে।
এ সময় গণমাধ্যমকে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতিসংঘ সফরেও প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন।
খাগড়াছড়ি ইস্যু নিয়ে পার্বত্য অঞ্চলের যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিরাসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জিসি / ০২