সিলেট মিরর ডেস্ক
                        সেপ্টেম্বর ১৯, ২০২৫
                        
                        ০৪:৪৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৫
                        
                        ০৪:৫৪ অপরাহ্ন
                             	
 
                             বন্ধ করা হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট
 
    পানির স্তর স্বাভাবিক থাকায় দীর্ঘ ১১ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমান সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।
জিসি / ০২