সিলেট মিরর ডেস্ক
                        মে ২৮, ২০২৫
                        
                        ০৩:৩৩ অপরাহ্ন
                        	
                        আপডেট : মে ২৮, ২০২৫
                        
                        ০৩:৩৩ অপরাহ্ন
                             	
                             কর্মচারী অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত দিনে ১ ঘণ্টা কর্মবিরতি
    সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। আগামী ৩১ মের পর নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।
আজ বুধবার (২৮ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর।
নুরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি চলবে। আর সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতেও একই সময়ে কর্মবিরতি চলমান থাকবে।
এর আগে, সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, আন্দোলনরত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। তিনি দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর গেজেট জারি সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে ৭ জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি বৈঠক করেছেন বলেও জানান তিনি।
জিসি / ০৩