সিলেট মিরর ডেস্ক
                        মে ২৫, ২০২৫
                        
                        ০২:২৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : মে ২৬, ২০২৫
                        
                        ০৪:৪১ পূর্বাহ্ন
                             	
                             চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না : প্রেসসচিব
    চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, 'আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। বন্দরকে সংস্কার করতে চাচ্ছি।'
আজ রবিবার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত 'সিএমজেএফ টক' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসসচিব বলেন, সরকার চায়, বিশ্বের সবচেয়ে বড় বড় কম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে।
তিনি আরো বলেন, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
জিসি / ০১