সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২৫
০৩:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২৫
০৩:৫৭ পূর্বাহ্ন
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি আমেরিকান স্কুলের বাইরে গুলি চালিয়ে ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তা আন্দ্রি পোর্টনভকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২১ মে) সকাল ৯টা ১৫ মিনিটে মাদ্রিদ শহরের পোজুয়েলো দে আলারকন এলাকায় ওই ঘটনা ঘটে। ৫১ বছর বয়সী পোর্টনভ তখন মাত্রই তার সন্তানদের স্কুলে নামিয়ে ফিরছিলেন।
আন্দ্রি পোর্টনভ ইউক্রেনের বিতাড়িত রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের প্রশাসনে উপপ্রধান এবং সংসদ সদস্য ছিলেন।
তিনি এর আগে ইউলিয়া তিমোশেঙ্কোর দলের হয়েও সংসদ সদস্য হিসেবে কাজ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয়ে এক হামলাকারী তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়ে পাশের একটি পার্কের জঙ্গলে পালিয়ে যায়। হামলাকারীর পরনে ছিল নীল ট্র্যাকস্যুট এবং তিনি ছিলেন হালকা-পাতলা গড়নের।
স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, আততায়ীর সঙ্গে একটি মোটরসাইকেলে আরো একজন সহযোগীও হয়ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, পোর্টনভের পেছন এবং মাথায় একাধিক গুলি লেগেছে। তার কালো মার্সিডিজ গাড়ি ঘিরে রাখা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের আশ্বস্ত করেছে, স্কুলের ভেতরের সব শিক্ষার্থী নিরাপদ রয়েছে।
ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে স্পেনে এমন ঘটনার নজির আছে।
২০১৮ সালে একটি ব্রিটিশ কাউন্সিল স্কুলের সামনে একইভাবে গুলি করে কলাম্বিয়ার এক মাদক পাচারকারীকে হত্যা করা হয়েছিল।
উল্লেখ্য, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অতীতে রাশিয়া ও অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে গুপ্তহত্যার অভিযোগ রয়েছে।
পোর্টনভের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হামলাকারীদের খুঁজছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
২০১৪ সালের ইউরোমেইডান বিপ্লবের পর পোর্টনভ ইউক্রেন ত্যাগ করেন।
পরে ২০১৯ সালে জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি দেশে ফিরে আবারও দেশ ত্যাগ করেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ পোর্টনভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, তিনি আদালতে হস্তক্ষেপকারী হিসেবে পরিচিত এবং বিচারব্যবস্থা সংস্কারে তিনি বাধা দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও একসময় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল, যদিও তিনি আদালতে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জিতে গিয়েছিলেন।
বিবিসি/এএফ-০২