ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২৫
০৩:১০ অপরাহ্ন


আপডেট : মে ০৭, ২০২৫
০৩:১০ অপরাহ্ন



ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি


ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বুধবার (৭ মে) সকালে উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।

তবে এখন পর্যন্ত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবির অধিনায়ক বলেন, ‘আমরা যতদূর শুনেছি সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। আটক ৪ জন ভারতেই শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা সেখান থেকে নিজ দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে। আটক বাংলাদেশিদের ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’

জিসি / ০৩