সিলেট মিরর ডেস্ক
                        এপ্রিল ২৯, ২০২৫
                        
                        ০২:৪৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : এপ্রিল ২৯, ২০২৫
                        
                        ০৩:২৫ অপরাহ্ন
                             	
                             এলজিইডিসহ ৩৬ দপ্তরে একযোগে দুদকের তল্লাশি
    রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান কার্যালয়সহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৩৬টি দপ্তরে একসঙ্গে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকাল ১০টায় একযোগে এই অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৬ এপ্রিল ৩৫টি সাবরেজিস্ট্রার কার্যালয়ে একই ধরনের অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করার ঘটনাসহ অতিরিক্ত ফি আদায়ের মতো বিষয়গুলো নিয়ে তখন অভিযান পরিচালিত হয়।
জিসি স/ ০৫