সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫
০২:৩৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২৫
০৮:২৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজনের প্রাণহানী
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে ফেরী নৌকা চালানোর সময় বজ্রাঘাতে জিলাল মিয়া (৩৮) নামের এক মাঝি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিলাল উপজেলার বাঘমারা পশ্চিমপাড়া এলাকার মরহুম নাছিম মিয়ার ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও জিলাল কুশিয়ারা নদীতে ফেরী নৌকা চালাতে নদীতে যান।
নৌকা চালানোর সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
জিসি / ০৫