সিলেটে ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

সিলেট মিরর


মার্চ ৩১, ২০২৫
০৩:১৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২৫
০৩:১৯ অপরাহ্ন



সিলেটে ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

সিলেটে ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ


সিলেটে রক্ষণাবেক্ষণর জন্য  ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড। ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। 


মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. মো. আবু বকর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিকালীন সময়ে শেভরণ বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।


সেই প্রেক্ষিতে আলোচ্য সময়কালে বিবিয়ানাস্থ সামিট বিবিয়ানা (৩৪১ মে.ও.) বিবিয়ানা-সাউথ (৪০০ মে.ও.) এবং বিবিয়ানা-৩ (৮০০ মে.ও.) বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূন্ন বন্ধ থাকবে।

জিসি / ০১