নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৫
০৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২৫
০৭:৫৮ পূর্বাহ্ন
সিলেট নগরের মেজরটিলা এলাকায় লাকী আক্তার (১৫) নামের এক কিশোরী গৃহপরিচারিকার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, নির্যাতনের পর হারপিক খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
নিহত লাকী আক্তার নগরের মেজর টিলা এলাকায় জাকারিয়া আহমেদ রুমেল নামে এক চিকিৎসকের বাসায় আট বছর ধরে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন।
লাকীর পরিবার জানায়, গত ২২ মার্চ রাতে লাকী আক্তারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের পরিবার। জানানো হয়, লাকী আক্তারের পেটে ব্যথার কথা। কিন্তু হাসপাতালে এসে লাকীর শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত চিহ্ন চোখে পরে তার পরিবারের। এরপর, ২৪ মার্চ রাতে লাকী আক্তারের মৃত্যু হয়।
লাকী আক্তারের মা বিলাতুল বেগমের অভিযোগ, এর আগেও লাকী আক্তারকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর জোরপূর্বক হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে তার মেয়েকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি। মেয়ের হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি তার।
অভিযুক্ত চিকিৎসক জাকারিয়া আহমেদ রুমেলের মুঠোফোনে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে জানান, প্রেমে বাধা দেওয়ায় ক্ষোভে হারপিক খেয়েছে লাকী।
খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাকী আক্তারের মৃতদেহের সুরতহাল করে শাহপরান থানা পুলিশ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, চিকিৎসক প্রাথমিকভাবে গলায় বিষের সন্ধান পেয়েছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। এর পরেও আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।
এএফ/০৮