সিলেটে তরুণীকে ধ র্ষ ণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১২, ২০২৫
০৭:২২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২৫
০৭:২৩ পূর্বাহ্ন



সিলেটে তরুণীকে ধ র্ষ ণ, গ্রেপ্তার ২

আব্দুর রহিম ও মোহাম্মদ রাকিব মিয়া।


সিলেটে মাজার এলাকা থেকে তরুণীকে (২৫) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট শহরতলীর শাহপরান থানা এলাকার উত্তর মোকামের গোল পীরের বাজারের হাসেম মিয়ার ছেলে ও লেগুনা চালক আব্দুর রহিম এবং শাহপরান থানাদিন দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।


পূর্বের সংবাদ-

সিলেটে এক নারী হাসপাতালে ভর্তি, ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ


ভুক্তভোগী নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। 

জানা গেছে, মাজার ভক্ত ওই নারীর হযরত শাহপরান (রহ.) মাজারে দুই তিনদিন ধরে অবস্থান করছিলেন। মঙ্গলবার ফজরের নামাজের পর তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত আব্দুর রহিম ও রাকিব মিয়া। তারা তাকে সেখান থেকে লেগুনায় তুলে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ সারাদিন ঘটনার সত্যতা অনুসন্ধান করে নিশ্চিত হওয়ার পর লেগুনা গাড়ির সূত্র ধরে অভিযুক্ত দুইজনকে মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রেপ্তারে সক্ষম হয়।’


এএফ/০৩