সিলেট মিরর ডেস্ক
মার্চ ১০, ২০২৫
০৯:৫২ অপরাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২৫
০৯:৫৫ অপরাহ্ন
ভারতীয় চিনিসহ ২৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ৬
সিলেটের শাহপরাণ থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় চোরাই চিনি, সিগারেট, প্রসাধনসামগ্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ চোরাই পণ্যের মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
রবিবার (৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, শনিবার দিনে ও রাতে পরিচালিত অভিযানের পর তিনটি মামলা হয়েছে। চোরাই পণ্য জব্দ করার সময় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৮টার দিকে শাহপরাণ থানা-পুলিশের অভিযানে নগরীর কুশিঘাট বাজারের মা-বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ টাকার আমদানিনিষিদ্ধ সিগারেট পাওয়া যায়। এ সময় মো. রেজাউল করিম (২৫), রুমেল (৩২) ও এবায়দুর রহমানকে (৩০) আটক করা হয়।
এই অভিযানের প্রায় ঘণ্টাখানেক পর রাত পৌনে ৯টার দিকে শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে দাসপাড়া এলাকায় মুসলিম হাইস্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। তাতে তল্লাশি চালিয়ে প্রায় আট লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। প্রসাধানসামগ্রীর মধ্যে প্রায় তিন লাখ ২৪ হাজার টাকা দামের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মেহেদি, দুই হাজার ১৬০ পিস ভারতীয় ক্রিমসহ ৮টি কার্টনে বিভিন্ন প্রসাধনসামগ্রী ছিল। এ ঘটনায় মিঠু দাস (২৫) নামে একজনকে আটক করা হয়।
একই এলাকায় বিকেলে চেকপোস্ট বসিয়ে শাহপরাণ থানা-পুলিশের অভিযানে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৪৯ কেজি করে ১২ হাজার ৭৪০ কেজি চিনির মূল্য প্রায় ১৫ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। এ সময় মো. তুষার মিয়া (৩০) ও খলিল মিয়া (২৯) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
জিসি / ০৭