নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৫, ২০২৫
০৬:০৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২৫
০৭:৪০ অপরাহ্ন
সিলেটে ছয় দিনের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা।
আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গেল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে বলেন, ‘এটা মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।’
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এএফ/০২