সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫
১১:১৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৫
০৭:৫৩ অপরাহ্ন
সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, `গণরোষে পলাতক ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো সক্রিয়। তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। ছাত্র-জনতাকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তি তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সফল হবো।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত নয়টায় গোলাপগঞ্জের বাগলা শাহী ঈদগাহ বাজার মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছ। সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জজ কোর্টের পিপি মুজিবুর রহমান মুজিব অ্যাডভোকেট।
প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাহেদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক নেতা মাছুম ইফতেখার রসুল (শিহাব)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘সমাজে গুণীজনের মূল্যায়ন করলে আরও গুণীজন সৃষ্টি হয়। মানুষ ভালো কাজে এগিয়ে আসে। এতে সমাজের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। আজকের সংবর্ধিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান অবদানে আমাদের সমৃদ্ধ করেছেন। তাদের দেখে আরও অনেকে ভালো কাজে এগিয়ে আসবেন বলে আমি মনে করি।’
বিএনপির প্রতিটি নেতাকর্মী দেশের একেকজন অকুতোভয় সৈনিকের দায়িত্ব পালনে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।’
তিনি প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনে আমাদের প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন। নিজ নিজ অবস্থান থেকে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। অনলাইনে জনমত গঠনে কাজ করেছেন। রেমিট্যান্স পাঠানো বন্ধ করে তারা স্বৈরাচারের পতন ত্বরান্বিত করেছেন। ইংল্যান্ড, কানাডা যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরাও জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। তাদের এই মূল্যবান অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রচার দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আজিজুস সামাদ, লন্ডন বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য নাজিম উদ্দিন মাস্টার, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জামিল, ম্যানচেস্টার যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন জনি, সাবেক ইউপি ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন, লন্ডন মহানগর যুবদলের সদস্য শাহাব উদ্দিন, ফ্রান্স প্রবাসী আফজাল হোসেন, দুবাই প্রবাসী আব্দুল কুদ্দুছ, কানাড়া প্রবাসী খুরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য সম্প্রতি তারেক রহমান ঘোষিত ৩১ দফা-সংবলিত ২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশ করেন ফয়সল আহমদ চৌধুরী ঐদিন বিকেলে বাগলা শাহী ঈদগাহ বাজারে তিনি বিতরণ করেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে।