নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
০৪:৪১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২৫
০১:২৬ অপরাহ্ন
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।
জানা গেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার রাত ৮টার দিকে কোর্ট পয়েন্টে জড়ো হয়ে সমাবেশ করে। পরে তারা মিছিল নিয়ে আলী আমজদের ঘড়িঘরে সামনে গিয়ে সেখান থেকে বুলডোজার নিয়ে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসে। সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীেদের মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র মালেকা খাতুন সারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বহন করে এমন কিছু রাখা হবে না।‘
এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর্যালটি একদফা ভাঙচুর করা হয়। সর্বশেষ বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুড়িয়ে দেন।
এএফ/০৩