নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
০৪:১৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২৫
০৪:১৯ অপরাহ্ন
সিলেট বিভাগে চিকিৎসাসেবার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট জেলা সমন্বিত কার্যালয়। অভিযানে হাসপাতালের ১৬ নার্সের বিরুদ্ধে কর্মস্থলে দীর্ঘদিন হাজির না থেকেও বেতন উত্তোলনের অভিযোগের সত্যতা মিলেছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ।
অভিযানের সময় তারা ওসমানী হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে দুদুকের অনুসন্ধান দলটি।
দুদক কর্মকর্তারা জানান, ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ১৬ জন নার্সিং স্টাফ কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত কর্মক্ষেত্রে না থেকেও বেতন উত্তোলন করেছেন। এই অনিয়মের সঙ্গে হাসপাতালের একটি সিন্ডিকেট জড়িত বলে প্রমাণ পেয়েছে দুদক। আরও তদন্তের স্বার্থে নথিপত্র সংগ্রহ করেছে দুদকের টিম।
দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ বলেন, ‘ওসমানী হাসপাতালের নার্সিং স্টাফদের ১৬ জনের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের প্রমাণ মিলেছে। তারা কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত অনুমতি ছাড়া ছুটিতে ছিলেন। অনুপস্থিত থেকে বেতন উত্তোলন করেছেন।
’ বিষয়গুলো আরও খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেমে কমিশন।’