সিলেটের আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জনতার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৫, ২০২৫
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২৫
০১:২৮ পূর্বাহ্ন



সিলেটের আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জনতার
#জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদের তিনটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনটি মামলায় সিলেটের দুটি আদালতে তাকে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সিলেটের একটি মামলা ও গোয়াইনঘাটের দুটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পঙ্কজ দেবনাথ হত্যার ঘটনায় সিলেট কোতোয়ালি থানার একটি মামলা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এবং গোয়াইনঘাটের দুটি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক। তিনি সিলেট মিররকে বলেন, ‘পঙ্কজ হত্যা মামলায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নাকচ করেছেন।’

সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের কোর্ট ইন্সপেক্টর জমশেদ আলম বলেন, ‘জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদের দুটি মামলায় করা জামিন আবেদন আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এদিকে সকাল নয়টার দিকে আদালত চত্বরে সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইমরান আহমদকে হাজির করা হলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন সেখানে জড়ো হওয়া লোকজন। এর মধ্যে একজনকে বলতে শোনা যায়, ‘এই বাদাম বিক্রেতা, আমাদের জীবন নষ্ট করেছিস’, ‘আমাদের পরামর্শ দেয় বাদাম বিক্রি করতে আর সে ২৪ হাজার কোটি টাকা খায়’, ‘জেল খাটিয়েছে আমাদের। কথা বললেই জেলে পাঠাতো। এখন তুই জেলে কেন?’ এসময় ইমরান আহমদকে চুপ থাকতে দেখা যায়।’

আদালত থেকে ইমরান আহমদকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়ও তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন মানুষ। এসময় একজনকে ডিম ছুড়ে মারতে দেখা যায়। 

রাজধানীর পল্টন থানার দায়ের করা একটি মামলায় গত ২০ অক্টোবর ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

 ইমরান আহমদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় শিক্ষার্থী পঙ্কজ কুমার নাথ হত্যা মামলা এবং ছাত্র জনতার আন্দোলনের সময় গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিজিবি ক্যাম্প এলাকায় সংঘর্ষে সুমন আহমদ নিহতের ঘটনায় মামলাসহ দুটি মামলা রয়েছে।



কেএ-০১/এএফ-০২