কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ভাইয়ের মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৫, ২০২৫
০৪:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২৫
০৪:৫৯ পূর্বাহ্ন



কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ভাইয়ের মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক


কানাডা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিশ্বব্যাপী শরীফগঞ্জ প্রবাসী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম জয়নাল আবেদীন জামিলের বড় ভাই মেহেরপুর আনসারুল উলুম আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ফয়জুর রহমান সুরমান সাহেব মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

এক বিবৃতিতে এম জয়নাল আবেদীন জামিল এর ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। বিবৃতিতে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৭ টা ১২ মিনিটের  সময় সিলেট ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। 

তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণী গ্রাহী রেখে যান। মরহুমের জানাযার নামাজ বুধবার  বাদ জোহর মেহেরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে, পর পারিবারিক করবস্থানে সমাহিত করা হবে।


এএফ/০৬