সিলেট মিরর ডেস্ক
                        ফেব্রুয়ারি ০৪, ২০২৫
                        
                        ০৯:৫৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৫
                        
                        ১০:০২ অপরাহ্ন
                             	
 
                             সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ
 
    সুনামগঞ্জের মালাইগাও সীমান্ত থেকে পাচারের সময় অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া সীমান্তের মালাইগাও এলাকা থেকে ভারত থেকে পাচার করে বাংলাদেশ সীমান্তে আনার সময় ৫২ লক্ষ টাকার ২৫ হাজার পিস ভারতীয় প্রজেসটেরন নামক ইনজেকশন জব্দ করে বিজিবি।
এ ছাড়াও ডুলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট বিওপির সদস্যরা চিনি, গরুসহ আরও বিভিন্ন পণ্য পাচারের সময় জব্দ করেছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া সীমান্তের মালাইগাও এলাকা থেকে ভারত থেকে পাচার করে বাংলাদেশ সীমান্তে আনার সময় ৫২ লক্ষ টাকার ২৫ হাজার পিস ভারতীয় প্রজেসটেরন নামক ইনজেকশন জব্দ করা হয়েছে। জব্দ মালামাল সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জিসি / ০৭