দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : কোম্পানীগঞ্জে কৃষক সমাবেশে বক্তারা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৬, ২০২৫
০৫:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৫
০৫:০৭ পূর্বাহ্ন



দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : কোম্পানীগঞ্জে কৃষক সমাবেশে বক্তারা


বাংলাদেশ নিয়ে কোনো রকম ষড়যন্ত্র ও হুমকি এ দেশের কৃষক-শ্রমিক-জনতা মেনে নিবে না মন্তব্য করে সিলেট জেলা কৃষক দলের সভাপতি ইকবাল আহমদ তাপাদার বলেছেন, ‘এদেশের জনগণ কোনো প্রভুত্ব মেনে নেয়নি, আগামীদিনেও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কৃষক-শ্রমিকেরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। 

আজ শনিবার (২৫ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে বিকাল চারটায় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা কৃষক দলের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক বাদশা আহমদ, আব্দুল মনাফ, আলমগীর আলম চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ কৃষক দলের যুগ্ম বশির আহমদ, সদস্য সচিব নুরুল আমিন নুরুল, ইসলমাপুর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠান শুরু আগে কোম্পানীগঞ্জের ৬টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন বিএনপি, যুবদল, শ্রমিকদল ও কৃষকদলের  হাজার হাজার নেতাকর্মী।

সভায় বক্তারা বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে দেশের কৃষক-শ্রমিক-জনতা আপসহীন।বাংলাদেশের অগ্রযাত্রা যেন আর ব্যাহত না হয়। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে।’


কেএ-০১/এএফ-০২