সিলেটে পুলিশকে ৭২ ঘন্টার আল্টিমেটাম বাজুস নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৩, ২০২৫
১০:৫০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২৫
১০:৫০ অপরাহ্ন



সিলেটে পুলিশকে ৭২ ঘন্টার আল্টিমেটাম বাজুস নেতৃবৃন্দের


সিলেটের আল হামলা শপিং সিটির ‘নূরানি জুয়েলার্স’ নামের দোকানের তালা ভেঙে ৩ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের প্রায় ২৫০ ভরি স্বর্ণ চুরির ঘটনার ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও কাউকে গ্রেপ্তার বা স্বর্ণ উদ্ধার করতে পারেনি পুলিশ। এবার ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়ে জুয়েলারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নেতৃবৃন্দ বলেছেন, ‘এসময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবে।’

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের বন্দরবাজারের রংমহল টাওয়ারে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এ আল্টিমেটাম দেন বাজুস সিলেট জেলা নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর।

এসময় উপস্থিত ছিলেন বাজুস সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদির মল্লিক, সহসম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ।

এসময় তারা বলেন, ‘মামলা দায়েরের পর দফায় দফায় আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদেরকে শুধু বলা হচ্ছে, তাদের কাজ অনেকদূর এগিয়েছে। চোরদের তারা শনাক্ত করে ফেলেছেন। শিগগির গ্রেপ্তার করা হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।’ তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাধ্য হয়ে চোর চক্রকে ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো। এই সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

তাদের এই কর্মসূচির সঙ্গে আল হামরা শপিং সিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ সিলেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করেছেন বলে বাজুস নেতৃবৃন্দ জানিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চোর চক্রকে আমরা শনাক্ত করে ফেলেছি। তাদের এখনো গ্রেপ্তার করা না গেলেও তারা আমাদের গোয়েন্দা জালের মধ্যে আছে। যে কোনো সময় এদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।’


এএফ/০২