আল্লামা ইসহাক আল মাদানীর জানাজা শেষে দাফন সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২০, ২০২৫
১১:২৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২৫
১১:২৭ অপরাহ্ন



আল্লামা ইসহাক আল মাদানীর জানাজা শেষে দাফন সম্পন্ন

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা ইসহাক আল মাদানীর প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।


আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন, শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানীর দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) বাদ এশা গোলাপগঞ্জ হেতিমগঞ্জের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোটো ছেলে মাহদি হোসাইন বিন ইসহাক।

এর আগে আজ সকাল ৮টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। রবিবার শ্বাসকষ্ট নিয়ে ঐ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।


পূর্বের সংবাদ:

আল্লামা ইসহাক আল মাদানী মারা গেছেন


মরহুমের প্রথম জানাজার নামাজ সোমবার পৌনে ৫টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড়ো ছেলে হাফিজ হাসান বিন ইসহাক আল হাদী। তিনি জানাজার কয়েকঘন্টা পূর্বে লন্ডন থেকে সিলেটে পৌঁছান।

এদিকে, বৃহত্তর সিলেটের অভিভাবকতুল্য সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ও হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা ইসহাক আল মাদানীর ইন্তেকালে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শুনে প্রথমে হাসপাতালে এবং পরবর্তীতে তাঁর বাসায় ভক্ত, সমর্থক, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় জমান। বাদ আসর নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মুসল্লী অংশ নেন।

জানাজায় সিলেটের বিভিন্ন স্তরের আলেম-উলামা, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার সহ¯্রাধিক মুসল্লী অংশ নেন


এএফ/০৩