কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় আটক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৫, ২০২৫
০৬:৫৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৫, ২০২৫
০৬:৫৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় আটক ২


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর চুরির মামলায় দুই পাথরখেকোকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। 

মঙ্গলবার দিবাগত ভোর ৫টায় উপজেলার চিকাডহর ও জালিয়ারপাড় গ্রামে শাহ আরফিন টিলা কেটে পাথর-বালু চুরির মামলায় (মামলা নং-২৮) এ দু'জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।  

আটককৃতরা হলেন, উপজেলার চিকাডহর আব্দুল মান্নানের পুত্র আব্দুর রহিম (৩৬), ও জালিয়ারপাড় গ্রামের মৃত আহাদ আলীর পুত্র রফিক (৪০)।

থানা সূত্রে জানাযায়, খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) ১৯৯২ ইং আইনের ১৮৬০ পেনাল কোডের ৩৭৯/৪১১/৪৩১ ধারার একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পর্ট পরিবর্তনের পর থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে বালু-পাথর লুটপাট শুরু হয়। থানা পুলিশ অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর লুটপাট বন্ধ করতে অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দেয়। তারই ধারাবাহিকতায় এ দু'জনকে আটক করা হয়েছে। বালু-পাথর লুটপাটকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না পর্যায়ক্রমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’


কেএ-০১/এএফ-০২