জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০৫, ২০২৫
০৮:৪৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২৫
০৮:৪৩ অপরাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ২ নম্বর লক্ষ্মিপুর এলাকা থেকে সালাউদ্দিন (৩৫) নামে এক সেলুন ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিল।
আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশে রক্তাক্ত পড়ে থাকা ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সালাউদ্দিন ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি গত সাত বছর ধরে উপজেলার চার নম্বর বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে স্যালুন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এলাকাবাসী ও পুলিশের ধারণা, বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট ছিল। নিহত শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার খেয়ে বাংলা বাজারে ফিরছিলেন বলে নিকট আত্মীয়রা জানিয়েছেন।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ‘উদ্ধার হওয়া মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার কারন খতিয়ে দেখা হবে।’
আরকেএস-০১/এএফ-০১