সিলেট সীমান্তে ফের খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৮, ২০২৪
০৮:১৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৪
০৮:১৫ অপরাহ্ন



সিলেট সীমান্তে ফের খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের অভ্যন্তরে খাসিয়ার গুলিতে সবুজ মিয়া (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সবুজ উপজেলার ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে। 

এর আগে গত বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে একইভাবে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বের ঘটনায় তাদের গুলিতে এক বাংলাদেশি নিহত হন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোয়াইনঘাট সীমান্তবর্তী ভতরগুল গ্রামের সবুজ মিয়াসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। এসময় তাদের মধ্যে বাকবিতান্ডের এক পর্যায়ে এক খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি করলে সবুজ সেখানে গুলিবিদ্ধ হন। বিষয়টি গোয়েন্দা সূত্রে জানতে পেরে বিজিবির টহলদল দ্রুত সীমান্তের ১২৬১ পিলারের কাছে যান। এর কিছুক্ষণ পর সবুজের পরিবার বিজিবিকে জানায়, সবুজকে বিকাল থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত পৌনে ১২টার দিকে জানা যায়, সবুজের সঙ্গীরা তাকে দূরবর্তী জঙ্গল এলাকা দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে। পরে সবুজের পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিজিবি এবং পুলিশকে অবগত করা হয়।


এ সংক্রান্ত পূর্বের খবর:

জৈন্তাপুর সীমান্তে খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত


এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ভারতের ০৪ ব্যাটালিয়ন বিএসএফের কামান্ড্যান্টের সঙ্গে কথা বলে জোরালো প্রতিবাদ জানিয়েছেন। তিনি অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে মারুফ মিয়া (১৬) নামে এক বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করে ভারতের খাসিয়া নাগরিক। ওই দিন দুপুরে ৪৮ বিজিবির নিয়ন্ত্রনাধীন মিনাটিলা সীমান্তের সীমান্ত পিলার ১২৮২/৭-এস দিয়ে সুপারি আনতে ভারতে অনুপ্রবেশ করেন মারুফসহ কয়েকজন। ভারতের আনুমানিক ৬০ গজ ভেতরে খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে তাদের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় এক খাসিয়া নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করে। এসময় মারুফ গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীদের সহায়তায় বাংলাদেশ ফিরে আসেন। পরে তাকে পরিবারের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





এএফ/০২