সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৪
০৩:৫৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৪
০৪:০০ পূর্বাহ্ন
বেসরকারীখাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ছয়টায় নগরের মিরবক্সটুলার হোটেল রয়েল মার্ক এর কনফারেন্স রুমে, সিলেটে এবং অনলাইন প্লাটফর্ম সহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।
কোম্পানী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ: বারাকা পতেঙ্গা পাওয়ারের ১8তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত |
এসময় তিনি বলেন, ‘বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানী তার ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।’
এজিএমএ বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী বলেন, ‘কোম্পানীর পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এসময় তিনি উল্লেখ করেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানির এন এ ভি ছিল ২২ দশমিক ৬১ টাকা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ১ দশমিক ১২ টাকা।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কোম্পানী সেক্রেটারি পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মুলপর্ব শুরু করেন।
বারাকা পাওয়ার লিমিটেডের ১৭ তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।