গোয়াইনঘাটে চুন ও বালু মেশানো পানি খাইয়ে হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৭, ২০২৪
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৪
০১:৫৫ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে চুন ও বালু মেশানো পানি খাইয়ে হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার


গোয়াইনঘাট উপজেলায় গরু চোর সন্দেহে হেলাল মিয়া নামে যুবককে পিটিয়ে এবং চুন ও বালু মেশানো পানি পান করিয়ে হত্যার ঘটনায় মো. নুরুল ইসলাম ওরফে মুছা (৫১) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মুছা উপজেলার ইসলামপুর দুবাগ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল।  

গত মঙ্গলবার বিকালে মধ্য জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ঘোষগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে হেলাল মিয়াকে (৩৫) ধরে নিয়ে যায় স্থানীয় কয়েকজন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন তারা। এসময় দুই লিটার পানির বোতলে চুনা ও ও বালু মিশ্রন করে জোরপূর্বক তা পান করানো হয় হেলালকে। এক পর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে আনা হয়। রাতভর সেখানে রেখে হেলালকে আবারো দফায় দফায় মারধর করা হয়। ভোরে হেলালের স্বজনরা মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার চার মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। 

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল বলেন, ‘এ ঘটনায় মুছা মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চুনা ও বালু মিশ্রিত পানি খাওয়ানো হয়েছে কিনা তার জন্য নিহতের পেট পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।’ 



এএফ/০৬