সাগরদিঘির ওয়াকওয়ের পাশে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণ করল ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২২, ২০২৪
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২৪
০২:৫৭ পূর্বাহ্ন



সাগরদিঘির ওয়াকওয়ের পাশে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণ করল ফায়ার সার্ভিসের ৩ ইউনিট


সিলেট নগরের সাগরদিঘিরপাড় ওয়াকওয়ের পাশের একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, ‘ওয়াকওয়েতে হাঁটার সময় ৫টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার বিষয়টি দেখতে পাই। সঙ্গে সঙ্গে বাসায় ডাকাডাকি করে দেখা যায় কেউ নেই। পরে ফায়ার সার্ভিসকে কল দিলে ৬টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে।’

ফায়ার সার্ভিস সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল আহমদ  বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসব খতিয়ে দেখা হচ্ছে।’



এএফ/০৪