সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৪
০১:১৩ পূর্বাহ্ন
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ক্লাবের হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুদ্দীন আহমদ।
সাধারণ সভায় ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন ক্লাব সদস্য সাবেক বিচারপতি আবু তারিক, মসিহ মালিক চৌধুরী, জিয়াউল হক, মনিরুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম, ফেরদৌস চৌধুরী রুহেল, অধ্যাপক গোলাম সারোয়ার, আহমেদ তাজদিকুল মওলা বাপ্পি, আব্দুস সাকুর চৌধুরী, শাহাদাত রহিম, আব্দুল্লাহ আবু সাঈদ প্রমুখ।
শুরুতে ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এএফ/০৩