সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪
০৮:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২৪
১২:৩০ পূর্বাহ্ন
সিলেট ক্লাব লিমিটেডের ১৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ক্লাব প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভ্য জিয়াউল গনি আরেফিন জিল্লুরের সভাপতিত্বে নুষ্ঠিত সাধারণ সভায় ২০২৫ সালের কার্যকমিটি গঠন করা হয়েছে ৷ প্রায় শতাধিক ক্লাব সভ্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরীকে ৷
ক্লাবের ২০২৫ সালের কার্য কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন-ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, পরিচালক অ্যাডমিন খলিলুর রহমান চৌধুরী, পরিচালক ফাইন্যান্স ওয়াসিম আহমদ চৌধুরী, পরিচালক স্পোর্টস অ্যান্ড কালচার শাহাদাদ হোসেন, ডিরেক্টর রিক্রিয়েশন সাজেদ আহমেদ তাশহুদ বাপ্পী, পরিচালক ফুড অ্যান্ড একোমোডেশন হাসান মুরাদ খান রুমি।
সাধারণ সভা থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। যেগুলো হলো- উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন, আভ্যন্তরিন অডিট কমিটি, ক্রয় কমিটি, ডেভেলপমেন্ট কমিটি।
উপদেষ্টা কমিটি: তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে হারুণ আল রশীদ দিপুকে। কমিটির অন্য দুই সদস্য হলেন- অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও জিয়াউল গণী আরেফিন জিল্লুর।
নির্বাচন কমিশন: তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এনামুল কুদ্দুস চৌধুরীকে। নির্বাচন কমিশনার করা হয়েছে আলিমুস সাদাৎ চৌধুরী, এবং রাজু আহমেদ বাবলাকে।
আভ্যন্তরিন অডিট কমিটি: আভ্যন্তরিন অডিট কমিটির আহবায়ক হয়েছেন মো. তফাজ্জুল হোসেন। সদস্য হয়েছেন উত্তম কুমার কর্মকার ও রিজওয়ান ফিরোজ।
ক্রয় কমিটি: ক্রয় সংক্রান্ত কমিটির আহবায়ক করা হয়েছে মাহবুবুল হক চৌধুরীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন মাসরুফ আহমেদ মাসুক ও মুজাহিদ খান গুলশান।
ডেভেলপমেন্ট কমিটি: পাঁচ সদস্য বিশিষ্ট ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক করা হয়েছে সিরাজুল ইসলাম শামীমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- সুকান্ত ধর, শাহাদাত হোসেন ভূঁইয়া, হাসান ইমাম চৌধুরী ও জাকির হোসেন চৌধুরী।
এএফ/০১