নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৭, ২০২৪
১১:৪২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২৪
১১:৪২ অপরাহ্ন
দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনখাতে সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান বারাকা গ্রুপের চারটি সাবসিডিয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) পৃথক পৃথকভাবে এসব এজিএম অনুষ্ঠিত হয়।
সিলেট নগরের মিরবক্সটুলাস্থ হোটেল রয়েল মার্কের হলরুমে চারটি সাবসিডিয়ারি কোম্পানি- বারাকা সিকিউরিটিজ লিমিডেট, বারাকা ফ্যাশনস লিমিটেড, বারাকা শিকলবাহার পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের পৃথক এজিএম অনুষ্ঠিত হয়।
বারাকা সিকিউরিটিজ লিমিটেড, বারাকা ফ্যাশনস লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের পৃথক এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। বক্তব্য দেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী।
সভাপতির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।’
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী তাঁর বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বারাকা শিকলবাহার পাওয়ার লিমিটেডের এজিএমে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক নাঈম আহমদ চৌধুরী। এ সময় ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কর্ণফুলী পাওয়ার লি. এর এজিএমে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
পৃথক এজিএমে পরিচালকবৃন্দ অংশ নেন ও বক্তব্য দেন। এ ছাড়াও ভার্চুয়াল প্লাটফরমে অনেক পরিচালক এজিএমে অংশ নেন।
এএফ/০৯