সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৪
০৭:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২৪
০৭:৩৮ অপরাহ্ন
চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মসজিদ ভাংচুরের প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে গোলাপগঞ্জে বিশাল মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার পৌর শহরের চৌমূহনীতে এ মিছিলের আয়োজন করে উপজেলা যুব অধিকার পরিষদ।
উপজেলার পৌর শহরের চৌমূহনী থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার পৌর শহরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মিছিলে ',জঙ্গি ইসকনের আস্তানা, এই বাংলায় হবেনা, আমার ভাই মরলো কেন ইসকন তুই জবাব দে, একশন একশন ডাইরেকট একশন'-,ইত্যাদি শ্লোগান দেয়া হয়। মিছিলের পর পৌর শহরের চৌমূহণীতে তারা পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা গণ অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আলবাব হোসেন।
বক্তব্য রাখেন সিলেট জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ সামাদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি আহমদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইমন, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য আবদুর রহিম।
সভায় বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। তসই উগ্র এই ন্হিন্দু উগ্রবাূদের রুখে দিতে হবে। এর বিরুদ্ধে সকল দেশপ্রেমিকরা রুখে দাড়াতে হবে। ইসকনের ইন্দনে বৈষম্যবিরোধী নেতৃত্বদানকারী সারজিল আলম ও হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দেওয়া চেষ্টা করা হয়েছে।
এএফ/০৯