নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৪
০৮:০১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২৪
১০:২০ অপরাহ্ন
সিলেট মাজারের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় এক নবজাতকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছাড়া গ্রামে মাজারের পাশ থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকালে স্থানীয় এক যুবক তাঁর মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারতরত অবস্থায় তিনি হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনে ভয় পেয়ে যান। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছটে এসে কান্নারত অবস্থায় নবজাতককে দেখতে পান। কিন্তু কাছে যেতে তারা ভয় পাচ্ছিলেন। এসময় তাহমিনা নামে স্থানীয় এক স্কুল শিক্ষিকা এগিয়ে আসেন। তিনি পরম মমতায় নবজাতককে কোলে তুলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক।
তিনিবলেন, ‘শিশুটির বয়স বড়জোর এক থেকে দুইদিন হবে। সে সুস্থ আছে। তাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।’
এএফ/